দরবার-এ রেসালাতে চিশতীয়া, নওগাঁর উদ্যোগে গাউছে সামদানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, গাউছুল আযম বড়পীর হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা:) এর মহাপবিত্র ফাতেহা শরীফের আয়োজন করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর সোমবার এই মহাপবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। ফাতেহা শরীফে সভাপতিত্ব করবেন ফুরফুরা দরবার শরীফ, ভারত এর খলিফা পীরে ত্বরিকত হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতী (মু,জি.আ)।
ফাতেহা শরীফে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাশরিফ ফরমাইবেন পাবনা কাশিনাথপুর থেকে আগাত হযরত মাওলানা মুহা: ওমর ফারুক মুজাহেদী ছাহেব, দ্বিতীয় বক্তা ক্বারী হযরত মাওলানা মুহা: ইব্রাহীম খলিলুল্লাহ ছাহেব এবং তৃতীয় বক্তা হযরত মাওলানা মুহা: রিয়াজ উদ্দীন ছালেহী ছাহেব।
উক্ত রহমতময় মহাপবিত্র ফাতেহা শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবী হাসিলের আহ্বান জানানো হয়েছে।