পাবনায় ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত 

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে ঢালারচর একপ্রেস ট্রেনের ধাক্কায় ইট বহনকারী ট্রলির এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ট্রলির চালকসহ অপর পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক দবির খাঁ (৫০) উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁ’র ছেলে।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সুজানগর থানার ওসি মো. বদরুদ্দোজা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে ইট বোঝাই ট্রলিটি অসতর্কতায় রেললাইন পার হওয়ার জন্য রেললাইনে উঠে পড়ে।

এসময় ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত ৫ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ