পাবনা সদর উপজেলায় মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব’র পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় ২০০ বোতল ফেন্সিডিল ও পাথরভতি ট্রাকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মহেন্দ্রপুর বাইপাস মোড়ের শাহীন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউসের সামনে থেকে তাঁেদর গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার সাঁথিয়া উপজেলার এদ্রাকপুরের মো. কামাল সিকদারের সন্তান ট্রাক চালক মো. সাকিল সিকদার (৩৮) ও মো. সম্রাট সিকদার (২৭)।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৬টি সীম কার্ড, কিছু নগদ টাকা এবং ৩৫ টন পাথরসহ একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য পাবনাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা করা হয়েছে বলেও জানান এএসপি কিশোর রায়।