বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের জেল-জরিমানা দিয়ে শেষ রক্ষা হবে না। দেশে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না,আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
তিনি মহিলা দলের উদ্দেশ্য বলেন,সামনে যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে যদি আপনারা রাস্তায় নামতে পারেন তাহলে শেখ হাসিনার পতন হবেই হবে। কেউ তাকে রক্ষা করতে পারবে না। বার বার আমরা মরতে চাই না। এবার রাজপথে নেমে যুদ্ধ করে আমরা জয়ী হতে চাই। আপনারা যুদ্ধে ঝাপিয়ে পড়বেন। আমরা শহীদ জিয়ার সৈনিক আমাদের বিজয় আসবেই আসবে।’
সোমবার (১৬ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, হাসিনা আরেকটি ফ্যাসিবাদী নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি বেচে থাকতে এবার তা হতে দেওয়া হবে। ২০১৪ সাল আর ২০১৮ সালের নির্বাচন এবার হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ‘একতরফা নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে শেখ হাসিনা আদালতের মাধ্যমে নেতাকর্মীদের কারাদণ্ড দিচ্ছেন। জেল-জরিমানা আমরা ভয় করি না। এবারের আন্দোলনে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে থাকবে। ইনশাআল্লাহ শেখ হাসিনার দুঃশাসন মুক্ত করেই তবে ঘরে ফিরবো।’
পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পুর্নিমা ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওয়ায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুব বগা, সাবেক যুগ্ম-আহবায়ক আবুল্লাহ আল মাহমুদ মান্নান, প্রমুখ