বহুল সমালোচিত পাবনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে এমপি আরজু ও তার তিন সহযোগীসহ চার জনের বিরুদ্ধে আমিনপুর থানায় জিডি করা হয়। সাবেক এমপি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান দুইজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা।
পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহ বলেন, ‘শুক্রবার দুপুরে বক্তারপুর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে একটি কুলখানির অনুষ্ঠান ছিল। দুপুরে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু ওই অনুষ্ঠানে ১০-১২ অনুসারীকে নিয়ে আসেন। অনুষ্ঠানে আমার উপস্থিতির খবর পেয়েই বিষোদ্গার করে স্লোগান দিতে শুরু করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি ওই বাড়ির একটি কক্ষে আশ্রয় নিই। কিছুক্ষণ পর তিনি ওই ঘরে ঢুকে আমাকে গালাগাল শুরু করেন। পরে আমাকে প্রকাশ্যে হ*ত্যার হু*মকি দিয়ে ঘর থেকে বের হয়ে যান।থ
তিনি বলেন, ‘সাবেক এমপি আরজু নগরবাড়ী এলাকায় আট একর সরকারি জমি দখল করে নিজের নামে অবৈধ মার্কেট গড়েছেন। তার এই অপ*কর্মের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।থ
চেয়ারম্যান রফিকুল্লাহ আরও বলেন, ‘এ ঘটনায় আমি নিরপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছি। পাশাপাশি বিষয়টি স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবিরসহ দলীয় নেতাদের অবহিত করেছি।থ
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে।থ
তবে জানতে চাইলে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘চেয়ারম্যান রফিকুল্লাহকে লা*ঞ্ছিত করার কোনো ঘটনাই ঘটেনি। তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে মাত্র।থ
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী শুক্রবার রাতে বলেন, ‘পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহর অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।থ