বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা মহরের ট্রাফিক মোড় ও দলীয় কার্য়ালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, পুর্ণিমা ইসলাম, হাজারী জাকির হোসেন চুন্নু,সাবেক যুগ্ন্-সম্পাদক আনিসুল হক বাবু, আবু বকর সিদিক মকু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুব দলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদলের মোবারক হোসেন বাবু, শাহিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারুজ্জামান প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি কমল শেখ টিটুৃ, মৎসজীবী দরের সভাপতি আজম প্রাং কৃষক দলের মোকারম সরদার, মহিলা দলের সাধারন সম্পাদিকা শামীম আরা মুন্নি,সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমুখ।
এছাড়াও বিএনপির সিনিয়র নেতারা, পাবনা সদর উপজেলা বিএনপি, পাবনা সদর পৌর বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা মৎসজীবী দল, জেলা স্বেচ্ছাসেবক দল, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল,এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল,স্বেচ্ছসেবক দল সহ বিভিন্ন স্বতরের নেতাকর্মিীরা।