জমজ কন্যার বাবা হয়েছেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

দেশের অসংখ দুঃসাহসী অভিয়ানের নায়ক, আলোচিত, জনপ্রিয় ও প্রশংসিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জমজ কন্যার সন্তানের বাবা হয়েছেন। গত রবিবার (৫ জুলাই) রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে করা এক পোস্টে তিনি এই সুসংবাদ দেন।

তিনি স্ট্যাটাসে মেয়েদের ছবি দিয়ে লিখেন, আলহামদুলিল্লাহ জমজ কন্যা সন্তানের পিতা হলাম। মা ও নবজাতকদ্বয় সুস্থ্য আছে।

সম্প্রতি দেশের এই প্রসংশিত ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় অভিযানে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি করোনা থেকে সুস্থও হয়েছেন।

সুস্থ হয়েই তিনি আবারও অনিয়ম-দুর্নীতিরি বিরুদ্ধে অভিযানে নেমেছেন। সর্বশেষ তিনি অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালে অভিযান চালান। আওয়ামী লীগ নেতার এই হাসপাতালে করোনা ভাইরাসের টেস্ট ছাড়াই করোনা রিপোর্টসহ নানা জালিয়াতি ধরা পড়ে। যা এখন টক অব দ্যা কান্ট্রি।   

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ