নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুরের শিবির-ছাত্রলীগের সংঘর্ষের জেরে ছাত্রলীগকর্মী রাকিব হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি শিবিরকর্মী নজরুল ইসলাম (২৫) পুলিশের সঙ্গে কথিত বন্দকযুদ্ধে নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা জব্দ করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, গত রবিবার রাতে আমানউল্লাপুর বাজারে ছাত্রশিবির কর্মীরা হামলা চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবিক, হাবিব, রনি, মনু ও রায়হানকে গুরুতর আহত করে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবিক হোসেনের (২৫) মৃত্যু হয়।
এ ঘটনায় রাকিবের মায়ের দায়ের করা মামলার আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে বের হয়। এ সময় আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে শিবিরকর্মী নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রাকিব হত্যা মামলার ২ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।