পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার জয়নালের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক আব্দুল আলিম।
মঙ্গলবার (৯ জুন) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহেন্দ্রপুর এলাকার আব্দুল আলিমের বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারায়। এরপর বাড়ির গৃহকর্মী মালেকা খাতুনকে ডেকে এনে নির্যাতন চালায় আলিমের স্ত্রী লাকি খাতুন ও লাকির মা। নির্যাতনের একপর্যায়ে মালেকাকে তারা ছাদ থেকে ফেলে দেয়।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, মালেকা খাতুন ছাদ থেকে পড়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে ফেলে রেখে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, কীভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার চেষ্টা করছে এই পরিবার।