দেশের প্রথম ধাপের ২৪টি পৌরসভা নির্বাচনে পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মোট ১২ হাজার ২৩৮ জন ভোটারের চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে আওয়ামী লীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), বিএনপির প্রার্থী ও পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।