পাবনার চাটমোহর উপজেলা থেকে যমুনা রানি সরকার (৫৫) নামে এক গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার দোলং গ্রামে যমুনা রানির বাড়ির পাশের বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘যমুনা রানি অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত রাতে টিভি অনুষ্ঠান দেখতে প্রতিবেশীর বাড়িতে যাবেন বলে বের হয়েছিলেন তিনি, আর ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের একটি বাগানে তার মরদেহ পাওয়া যায়।’
তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যমুনা রানি সরকারকে শ্বাসরোধ করে হত্যার পরে মরদেহ বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট না।