চাকা ফেটে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, পাবনার প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়া (৪২) নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন বিএডিসি পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহমুদ হাসান (৪০) ও গাড়িচালক সাইদুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার পারকোলা যুগ্নিদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন নরসিংদী জেলার বাসিন্দা। তিনি পানাসি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বেও ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহমুদ নিজেদের পিকআপ ভ্যানে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে পারকোলা এলাকায় গাড়ির সামনের চাকা ফেটে যায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে সাজ্জাদ হোসেন, মাহমুদ ও গাড়িচালক আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন মারা যান। পরে আহত মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি শাহজাহান আলী বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে লাশটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে বিএডিসির বিভাগীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ