১৯ জানুয়ারি চড়াডাঙ্গায় মাহফিল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পাবনার আতাইকুলার চড়াডাঙ্গায় বার্ষিক ঈছায়ে ছাওয়াব মাহফিল উপলক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নবীপ্রেমী ধর্মপরায়ণ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে চড়াডাঙ্গা ক্বোরআন-সুন্নাহ্ মিশন প্রাঙ্গণ। জিকির-আসকারে মুখরিত হয়ে উঠবে দরবার শরীফ।

আগামী ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পাবনার সদর উপজেলার আতাইকুলার ক্বোরআন-সুন্নাহ্ মিশন (প্রতিষ্ঠাতা: শাহ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই পীর ক্বেবলা রহমাতুল্লাহি ‘আলাইহি) এই ঐতিহ্যবাহী মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে আলোচনা করেন ছিলেন ভারতের ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল-কোরাইশী (রহ:) এর আওলাদ, আলহাজ্ব হযরত মাও: মো: আব্দুস সাত্তার সিদ্দিকী আল কোরাইশী পীর ক্বেবলা ছাহেব এবং মাও: মো: সাইফুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী পীল কেবলা ছাবে।

এছাড়াও আলোচনা করেন হাক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া, সুন্নতী জামে মসজিদ, সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মুহাম্মড MMD আলহাজ্ব ড. আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, পীর ক্বেবলা, বগুড়া ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মুনাজেরে আহল সুন্নাহ হযরত মাওলানা মো. রবিউল ইসলাম জিহাদী এবং লক্ষীপুর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মো. আব্দুল বারী।

ক্বোরআন-সুন্নাহ্ মিশনের মোতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা মু’তাসিম বিল্লাহ মাসুমের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন অত্র মিশনের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. তবিবুর রহমান ছাবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ