ঘুরে দাঁড়ানো জয়ে আশা জিইয়ে রাখল জার্মানি

প্রথমার্ধে পিছিয়ে পড়েও ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনাল ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি।

রেড বুল অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের এই জয়ের পর ফাইনাল ফোরে যেতে জার্মানির আর একটি ড্র চাই। ফাইনাল ফোরের লড়াই হবে সামনের বছর অক্টোবরে। ভেন্যু এখনো ঠিক হয়নি। 

এদিন দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সে অলেকসান্দার জুবকভের শট ব্লক হওয়ার পর তিনি বল দেন ইয়ারেমচুককে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

জার্মানির সমতা ফেরাতে অবশ্য বেশি সময় লাগেনি। প্রতি আক্রমণে ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানে।

৩৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ভেরনার। রবিনের ক্রস ডি-বক্সের ডান দিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের সামনে বাড়ান গোরেটস্কা। হেডে ফাঁকা জালে বল পাঠান ভেরনার।

৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ভেরনার। ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে চেলসি ফরোয়ার্ডের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।

বাকি সময়ে ইউক্রেনের আরও দুটি চেষ্টা পোস্টে লেগে ফিরলে হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ