গণতন্ত্র ও কৃষকের অধিকার আদায়ে মাঠে নেমেছে কৃষক দল

মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও কৃষকের অধিকার আদায়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা। সাধারণ কৃষকদের সঙ্গে নিয়ে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কৃষক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশে এসব কথা বলেন নেতাকর্মীরা। সার, বীজ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশের আয়োজন করে কৃষক দল।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি পাবনার কৃতিসন্তান হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন পাবনার আরেক কৃতি সন্তান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মামুনুর রশিদ খান।

সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে কৃষক দলের নেতাকর্মীরা ভিড় করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে আগত নেতাকর্মীরা নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করে। পরে লাখো নেতাকর্মীর সমাগমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের আমলে কৃষকদের সার, কীটনাশক পাচ্ছেন না। অথচ জনগণ ঠিকই পণ্য নিচ্ছে। আর আমদানির ক্ষেত্রে যে দাম নির্ধারণ করে কৃষক সে দামও পাচ্ছে না। কৃষকদের অধিকার সুনিশ্চিত হয় না। এই অন্যায়ের বিরুদ্ধে কৃষক দল সমবেত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি কৃষক নিজেদের অধিকার নিশ্চিত করতে চায়। গণতন্ত্র ফেরত চায়। কৃষি ও খাদ্য নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কৃষকের। আর কৃষকের অধিকার আদায়ে মাঠে নেমেছে কৃষকদল।

তারা আরও বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। সবাই আমরা এক থেকে আগামী ১০ ডিসেম্বরের জন্য প্রস্তুত হই। আগামী-দিন বাংলাদেশের। আগামী দিন বিএনপির, আগামী দিন খালেদা জিয়ার।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ