খেলনা পিস্তল দিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পাবনার যুবক

পাবনার সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় জনতার হাতে আটক হয়েছেন পাবনার এক যুবক। এসময় ভূয়া ডিবি পুলিশের নিকট থেকে খেলনা পিস্তল উদ্ধার হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার সময় চর সাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। আটক হয়েছে পাবনা সদর উপজেলার মালিগাছা খোদাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)।

এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী আরোব আলীর বাড়িতে রাত তিনটার দিকে মাইক্রোবাস নিয়ে ৯ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘর খুলতে বলে। এবং বাড়িতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে দাবী করে তারা আরোপ আলীর ঘরে রাখা বাক্স খুলতে বলে। আরোপ আলী তাদের জানায় বাক্সে গরু বিক্রির টাকা ছাড়া অবৈধ কিছু নেই। তারপরও চাপাচাপি করে বাক্স খুলিয়ে বাক্সে রাখা ৩ লাখ টাকা আগন্তুকরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আরোপ আলীর চিতকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধস্তাধস্তির একপর্যায়ে টাকা নিয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে আটক হয়। আটক ব্যক্তির নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে বলে জানান তারা। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় একজনকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। পরে প্রয়োজনীয় আইনি প্রকিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ