খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালা, আওলাদে রসূল, আহলে বায়াত (আ.), জান্নাতের সরদার, খাতুনে জান্নাত, মা ফাতেমা (রা.) ও হযরত মাওলা আলী (রা.) এর কলিজার টুকরা মুশকিল কোশা হযরত মাওলানা ইমাম হোসাইন (রা.) এর স্মরণে মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ১০ মহররম (৯ আগস্ট) মঙ্গলবার পাবনার সদর উপজেলার বলরামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি থাকবেন চড়াডাঙ্গা কুরআন সুন্নাহ মিশনের সম্মানিত আমির পীরজাদা মুফতি মাওলানা মুফতাসিম বিল্লাহ মাসুম ছাহেব এবং পাবনা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মোহা. আব্দুস সামাদ ছাহেব।
প্রধান বক্তা জননন্দিত আন্তর্জাতিক সুন্নি শাইখ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রাহ.) এর সুযোগ্য ছোট সাহেবজাদা ও ঢাকার ফরিদাবাদের মসজিদ-ই-আল আমিনের ইমাম ও খতিব হযরত মাওলানা ফুয়াদ আল মাহদী আল ফারুকী ছাহেব। দ্বিতীয় বক্তা- গোপালগঞ্জ বায়তুল আতিক জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী ছাহেব।
মাহফিলে সভাপতিত্ব করবেন ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা হযরত নূর মোহাম্মদ আজাদ খান চিশতী ছাহেব।
উক্ত মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করিয়া আহলে বাইয়্যাত (আ.) এর ফায়েজ তাহাজ্জুহ বরকত হাসিলের আহ্বান জানানো হয়েছে।