আগামী ১৮ নভেম্বর রাজধানীর ঢাকায় কৃষকদের সমাবেশ সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বোচ্চ লোকসমাগম ঘটানোর জোর প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে ঢাকা বিভাগীয় কৃষকদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ দিপু হায়দার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনার আরেক কৃতিসন্তান কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টন কৃষক সমাবেশে ব্যাপক লোক সমাগম করতে সকল ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়। সভায় বক্তারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।