দ্রুত ছড়াচ্ছে করোনা, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হয়েছে দেশে। ফলস্বরূপ প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি মাসের প্রথম দিকে শনাক্তের সংখ্যা হাজারের নিচে থাকলেও এখন তা সাড়ে তিন হাজারের ওপরে। এই পরিস্থিতিতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ও অসচেতনতাই এর জন্য দায়ী।

রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডা. মুসতাক হোসেন বলেন, ‘খুব দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। আমাদের আরও সচেতন হওয়া জরুরি। অবহেলা না করাই ভালো। এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। এটা এত দ্রুত কেনো ছড়াচ্ছে তা বের করার চেষ্টা চলছে। ব্রিটেনের দ্রুত ছড়ানো ভাইরাসটির সঙ্গে এর কোনো মিল আছে কি না তাও খোঁজা হচ্ছে।’

রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, ‘ব্রিটেনের করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের সঙ্গে আমাদের দেশের বর্তমান ছড়ানো করোনার ভ্যারিয়েন্টের সঙ্গে কিছুটা মিল আছে। তবে বেশির ভাগই আমাদের দেশের। এই ভাইরাসটি এতটা প্রকোপ হতো না যদি আমরা স্বাস্থ্যবিধি মানতাম।’

তিনি আরও বলেন, ‘প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হলো। লাখ লাখ মানুষ ঘুড়তে যেতে শুরু করলো। আজকে বা গতকাল যারা ধরা পরেছে তারাতো ১৪ দিন আগে ইনফেকটেড। আমরা স্বাস্থ্যবিধি মানিনি। প্রথম ডোজ টিকা নেয়ার পর আমরা আরও গা-ছাড়াভাবে ছিলাম। এটাও ঠিক হয়নি। সবাইকে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। পারলে টিকাও নিয়ে রাখতে হবে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদ ই মাহবুব বলেন, ‘আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। আমরাই সচেতন না। পরিবার পরিজন নিয়ে ঘুড়তে গিয়ে এখন আবার ভাইরাসের প্রকোপ বৃদ্ধি করলাম। এখন যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আগামী মাসের দিকে আবারও কমতে পারে ভাইরাসটির প্রকোপ।’

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ