করোনা এরাতে জনসাধারণের জন্য আইইডিসিআর’র পরামর্শ

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্তের পর নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সরকারি সংস্থাটি জানিয়েছে, আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজন না হলে জনসমাগমে না গিয়ে বাসায় থাকা এবং রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে।

রবিবার (৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বাংলাদেশে ৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে দুই পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজন ছাড়াও আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি জানান, আক্রান্ত রোগীদের হাসপাতালে রেখে লক্ষণ-উপসর্গভিত্তিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারা বর্তমানে ভালো আছেন। এ মুহূর্তেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ