পাবনা জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রবিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা করোনাকালীন সময়ে ব্যর্থতার জন্য পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবালকে এককভাবে দায়ী করেন।
এ সময় এক বক্তা বলেন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক পাবনার বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে গেলেন। কিন্তু ফলাফল কি ?। পুরোনো ১৭ জেলার এক জেলা পাবনা অথচ এখনও করোনা টেষ্টের জন্য পিপিসআর ল্যাব হলো না। এ জন্য দায়ী ব্যাক্তির বিচার দাবী করেন তিনি। এ ছাড়া দ্রুত সোতি জাল অপসারণ, পাবনর মধ্যে শহরে যানজট বিষয়ে আলোচনা হয়।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার মিলি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
এছাড়াও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন চক্রবর্তি, পাবনা জেল সুপার মো. শাহ আলম খান, পাবনার পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন, সুজানগরের উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, আটঘরিয়ার উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডা. আল আকসান আনন, জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখার চেয়ারম্যান শামিমা ইয়াসমিন শিরিন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।