করোনা ভাইরাসে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত ১৪ জুন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারের করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এরপর থেকেই অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বাবুলের স্ত্রী সালমা ইসলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য। যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি।
এই গ্রুপটির মালিকানায় রয়েছে যমুনা টিভি, দৈনিক যুগান্তর, যুমনা ফিউচার পার্কসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের উৎপাদনের বিভিন্ন প্রতিষ্ঠান।