করোনায় মৃত চাচাকে দেখতে গিয়ে পাবনায় প্রাণ গেল যুবলীগ নেতার

করোনা ভাইরাসে মৃত চাচাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৭)। শনিবার সকাল ৮টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ খুলনার সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং সোনাডাঙ্গার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে।

নিহত শেখ শহীদের বন্ধু মোবাইলে জানান, শুক্রবার খুলনায় করোনা আক্রান্ত হয়ে যুবলীগ নেতা শহীদের একমাত্র চাচা শেখ সোহরাব আলীর মৃত্যু হয়। শহীদ সে সময় নিজের ব্যবসার কাজে ও বোনের বাড়ি দিনাজপুরে অবস্থান করছিলেন।

চাচার মৃত্যুর খবরে শনিবার ভোরে দিনাজপুর থেকে নিজের পিকআপে রওয়ানা হয়ে খুলনায় নিজ বাড়িতে ফিরছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আবদুল হাকিম জানান, দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড়ে ওই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসে থাকা গাড়ির মালিক শেখ শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা মরদেহ নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন।

পাবনা জেলা যুবলীগ আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক শেখ শহীদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ