করোনায় পাবনার পুলিশের আরেক এসআইয়ের মৃত্যু

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে তাতে আক্রান্ত হয়ে জীবন দিলেন আরেক পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন শেখ (৫৬)। পাবনার বাসিন্দা এই উপ-পরিদর্শক (এসআই) পদে রাজশাহী আরআরএফ এ কর্মরত ছিলেন।

শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত এসআই মোশাররফ হোসেন শেখ রাজশাহীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত প্রায় ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মোশাররফ হোসেসের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২ জন বীর সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ