পাবনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করোনা ভাইরোসের সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অভিযোগে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঝটিকা অভিযানের বের হয় পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
শনিবার দুপুরে পাবনা শহরের বড় বাজারের চাউল পট্রি ও গুড় পট্রিতে যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে বড় বাজারের পাইকার চাউলের দোকানে স্বাভাবিকের চাইতে বর্তমান সময়ে দাম বেশি রাখার অভিযোগে চারটি চাউলের দোকান মালিককে লক্ষাধীক টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদেন পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ,পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন ও নির্বাহী ম্যাজিট্রেট সাজ্জাত হোসেন। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস আতঙ্কে গত তিনচারদিন ধরে পাবনার বাজার গুলোতে সাধান ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ভীর লক্ষ করা যাযয়। আর এই সুযোগে বাজারের পাইকার এবং খুচরা বিক্রেতারা প্রতিটি পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে চাউলের বাজারে এর প্রভাব সবচাইতে বেশী পরেছে বলে জানা গেছে।
প্রতি ৫০ কেজী বস্তা চাউলে তিন থেকে চারশত টাকা বেশি দামে বিক্রি করছে বিক্রেতারা। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় বিক্রেতারা ইচ্ছামত দামে মালামাল বিক্রি করছে বলে অবিযোগ করেন সাধারন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনার লোভে বাজার পরিস্থিতি অস্বাভাকি করে তুলছে। ক্রেতাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজার তদাকরিসহ প্রতিটি পণ্যের বাজার মুল্যের তালিতা টানিয়ে দিলে সাধারন ক্রেতারা নেয্য মূল্যে মালামাল ক্রয় করতে পারবে।
এদিকে সাধারন ক্রেতাদের অভিযোগ এবং করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কেউ যাতে দ্রব্য মূল্য অধিক দামে বিক্রি করতে না পারে সেই দিকে লক্ষ রেখে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসন। প্রাথমিক ভাবে সামান্য জরিমানা আদায় করা হলেও পরবর্তীতে অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানিয়েছেন জেলা প্রশাসন। আজ পাবনা বড় বাজারে চারটি চাউলের পাইকার ও খুচরা দোকানে অভিযান করে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।