করোনা আক্রান্ত রেজাউল রহিম লাল, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়

করোনা ভাইরাসে আক্রান্ত পাবনা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেলের দিকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন পালন উপলক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সময় হঠাৎ করে তিনি অসুস্থতাবোধ করেন। অনুষ্ঠান শেষে তিনি বাসায় ফিরে গেলে আরো আরো বেশি অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তার পরিবার ও জেলা পরিষদের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে পাবনাবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ