কয়েক ঘণ্টা আগে মারা গেছেন সদ্যোজাত ছেলে। এর কয়েক ঘণ্টা পর মারা গেলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি (২৫)। তুলি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তুলি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন তুলি। মাত্র দুই দিন আগে তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। তার পরেরদিনই ওই সন্তান মারা যান।
তুলির সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, ‘গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল।’
তিনি বলেন, ‘শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ তুলি মারা যান। আমি ও তুলি একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি।’