পাবনা সদর উপজেলায় ব্যাংকের ঋণখেলাপির ১০টি মামলায় ঢাকার মেট্রোপলিটন বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত ফরহাদ জামান (৫৩) নামের এক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে উপজেলার সিংগার গাঙকলা এলাকা থেকে গ্রেফতার করে পাবনা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ইঞ্জিনিয়ার ফরহাদ জামান ওই এলাকার জাকির আলীর ছেলে।
বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত ২৫ এপ্রিল আদালতের মাধ্যমে আমাদের কাছে ১০টি গ্রেফতারি পরোয়ানা আসে। ঢাকায় অর্থ সংক্রান্ত মামলার প্রত্যেকটিতে ইঞ্জিনিয়ার ফরহাদ জামান ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারি পরোয়ানা থানায় আসার পর অভিযান চালিয়ে তাকে আজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইঞ্জিনিয়া ফরহাদ জামানকে দুপুর সাড়ে ১২টার দিকেই আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি-তদন্ত আবুল কালাম আজাদ।