বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাসে কাঁপছে বাংলাদেশও। গত দুইদিন আক্রান্ত সংখ্যায় স্বস্তি পেলেও আজ রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে দেশের ৪ জেলা। আক্রান্ত হয়েছে দেশের ৭টি বিভাগের ৩৪ জেলা। তবে আক্রান্তের এই তালিকায় নেই পাবনাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা।
নতুন করে আক্রান্ত ৪ জেলা হলো- চট্টগ্রামের লক্ষীপুর, রংপুরের লালমনিরহাট ও ঠাকুরগাঁও এবং বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা।
সবচেয়ে বেশি ঢাকা বিভাগের। বিভাগটির ১৩টির জেলার মধ্যে ১২টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে ঢাকা জেলায় ৩৩৫, নারায়ণগঞ্জে ১০৭, গাজীপুরে ২৩, মাদারীপুরে ১৯, মুন্সিগঞ্জে ১৪, কিশোরগঞ্জে ১০, মানিকগঞ্জে ৫, নরসিংদীতে ৪, রাজবাড়ীতে ৬, টাঙ্গাইলে ২, গোপালগঞ্জে ৩ ও শরীতপুরে ১ জন।
চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে ১২, কুমিল্লায় ৯, বি.বাড়িয়ায় ৬, লক্ষীপুরে ১, কক্সবাজারে ১ ও চাঁদপুরে ৬ জন।
সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১ জন করে আক্রান্ত।
রংপুরে বিভাগে রংপুরে ২, গাইবান্ধায় ৬, নীলফামারিতে ৩, লালমনিরহাটে ১ ও ঠাকুরগাঁওয়ে ৩ জন আক্রান্ত।
খুলনার মধ্যে শুধুমাত্র চুয়াডাঙ্গায় ১ জন করোনা আক্রান্ত।
ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহে ৫, জামালপুরে ৬, নেত্রকোনায় ১ ও শেরপুরে ২।
বরিশাল বিভাগের বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে ১ জন এবং ঝালকাঠিতে ৩ জন।