পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত মহাসিন আলী মল্লিক (৫০) ঈশ্বরদী উপজেলার রুপপুর নলগাড়ি গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। সে রুপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন নিকিমথ কোম্পানির শ্রমিক ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ,নিহত মহাসিন শুক্রবার সকালে কাজ শেষে রুপপুর নলগাড়ি নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাবনা বগা মিয়া সড়ক দিয়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানায় পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি। ঈশ্বরদী থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে মামলা হবে।