আমন সংগ্রহ মৌসুমে ঈশ্বরদীর দুটি সরকারি খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহ অভিযান বুধবার উদ্বোধন করা হয়েছে। এবারে মোট ১১১৫৬ মেট্রিক টন চাল ও ২৮৫ মেট্রিক টন আমন ধান ঈশ্বরদী এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামে সংগ্রহ করা হবে। আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত আমন মৌসুমের সংগ্রহ অভিযান চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল হক জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা মিল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফজলুর রহমান মালিথা, উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, মুলাডুলির ম্যানেজার বিকাশ কুমার, ঈশ্বরদী মিল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক শামসুল আলম ওরফে সোটকা বিশ্বাস প্রমূখ।
এবারে চাল ৩৭ টাকা কেজি এবং ধান ২৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে বলে জানা গেছে। ঈশ্বরদী খাদ্যগুদামের এসএমও তরিকুল ইসলাম জানান, বিগত বোরো মৌসুমে ঈশ্বরদী খাদ্যগুদামে বরাদ্দ ছিল ৭,৫৮১ মে:টন চাল। সঙগ্রহ হযেছে ৫,০৪৯.৮৭০ মে:টন। অন্যান্য এলাকার তুলনায় ঈশ্বরদীতে সংগ্রহের পরিমাণ তুলনামূলক ভাল বলে তিনি জানিয়েছেন।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
vadObYzIrNeJPL
IwvYrOuLkNybp
LlsfdgGp
sRtPjiuATZkExd
XLOxntRvQ
ci7sep2o