ইলিয়াস কাঞ্চনের নামে পাবনায় বাজার

সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা নিহত হওয়ার পর প্রায় তিন দশক ধরে ‘নিরাপদ সড়ক চাইথ আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এছাড়াও স্ত্রীর নামে পাবনার পাড় ঘোড়াদহতে একটি উচ্চবিদ্যালয় স্থাপন করেছেন এ নায়ক। বর্তমানে তা কলেজে রূপান্তরেরও চেষ্টা করে যাচ্ছেন তিনি।

মজার বিষয় হলো, এর পাশেই বাজার গড়ে উঠেছে। স্থানীয়রা যার নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজারথ। বিষয়টি নিয়ে আপ্লুত ইলিয়াস কাঞ্চন বললেন, এলাকায় পুরনো একটি বাজার ছিল। কিছু কারণে সেটি ভেঙে দেওয়া হয়।

এরপর স্থানীয়রা আমাদের স্কুলটির পাশে নতুন বাজার তৈরি করেছেন। তারাই আমার সম্মানে এর নাম ‘কাঞ্চন বাজারথ দিয়েছেন। কিছুদিন আগে আমি স্কুলে গিয়ে বিষয়টি জানতে পারি। এটা আসলে স্থানীয়দের ভালোবাসা। স্কুল প্রসঙ্গে এই তারকা বলেন, ১৯৯৫ সাল থেকে আমাদের স্কুলটি চলছে। চাচ্ছি, এটা যেন কলেজে উন্নীত হয়। জাহানারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলাম। এই জনপ্রিয় চিত্রনায়ক বর্তমানে ‘নিরাপদ সড়ক চাইথ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিয়ে কাজ করছেন।

ইতোমধ্যে ২২ অক্টোবর (কাঞ্চনের স্ত্রীর মৃত্যুদিন) জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে সরকার। এদিকে, দীর্ঘদিন পর চলচ্চিত্রে কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখাথ নামের সরকারি অনুদানের ছবিতে তাকে দেখা যাবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ