পাবনা জেলার চাটমোহর উপজেলায় “পার্শ্বডাঙ্গা মডেল এতিমখানার ” জন্য একজন আবাসিক শিক্ষক/ তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে।
প্রার্থীর যোগ্যতা:
১. প্রার্থীকে অবশ্যই কোরাআনে হাফেজ হতে হবে।
২. নূন্যতম এইচএসসি/আলিম পাশ হতে হবে।
৩. কম্পিউটার, ইন্টারনেট, Zoom, ডিজিটাল যোগাযোগের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. বন্ধুত্বপূর্ণ ও আধুনিক রুচিবোধসম্পন্ন হতে হবে।
৫. ছেলেদের শারীরিক, মানসিক কষ্ট না দিয়ে একটা আনন্দঘন পরিবেশে কোরআন শিক্ষা এবং দেখাশুনা করতে হবে।
৬. এতিমখানার সকল ছেলেরা এতিম এবং সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, এতিমখানায় প্রাইভেট শিক্ষক হোমওয়ার্ক দেখাশোনা করেন, যা তদারকি করতে হবে।
সুবিধাদী:
১. আকর্ষণীয় বেতন।
২. দুই ঈদে বেতনের সমান বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে।
৩. উন্নতমানের থাকা-খাওয়াসহ ফ্রি ইন্টারনেট , মুঠোফোন, বাৎসরিক 70 দিন ছুটি দেওয়া হবে।
যোগ্য প্রার্থীকে সদ্য তোলা ২ কপি ফুল সাইজের ছবি, এবং CV ইমেইল [email protected] এই অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপে + 18323983411 অথবা 01773552468 নাম্বারে পাঠাতে হবে।