ইছামতি নদী নিয়ে এবার পাবনার নতুন জেলা প্রশাসকের নতুন আশ্বাস!

বারবার শুরু করার পর থমকে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার প্রকল্প। এবার এই প্রকল্প পুনরায় বাস্তবায়নের আশ্বাস দিলেন পাবনার নবাগত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

তিনি বলেছেন , মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করা হবে।

বুধবার (২৩ জুন) বেলা ১১ টায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদান শেষে তিঁনি উপরোক্ত কথা গুলো বলেন।

তিঁনি আরও বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিত হলে পাবনা শহরের রূপ পাল্টে যাবে , যা দেখতে অন্য জেলার মানুষ আসবে। ইছামতি নদীর ব্যাপারে কোন আপোষ করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। পাবনাবাসীর চাওয়া পাওয়া অবশ্যই পুরণ করা হবে। ইনশাল্লাহ।

ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান ( উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহেদ পারভেজ ( উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আফরোজা আক্তার প্রমুখের উপস্থিতিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১১ টায় নবাগত জেলা প্রশাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার নেতারা।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ