পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি পেয়েছন মোছা. মমতাজ মহল। সোমবার (৮ আগষ্ট’২২) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক পত্রে তাঁকে পদন্নোতি দিয়ে যোগদান করতে আদেশ দেয়া হয়।
মোছা. মমতাজ পাবনার পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মেয়ে। মহল ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি ২০১৮ সালের ২০ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। সেখানে এসিল্যান্ড হিসেবে কর্মকালীন অবস্থায় তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
এদিকে বিদায়ী চাটমোহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামকে রাজশাহী ওয়াসা’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে। তিনি ২০২০ সালের ১০ সেপ্টেম্বর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। মোছা. মমতাজ মহল বিদায়ী ইউএনও মো. সৈকত ইসলামের স্থলাভিষিক্ত হলেন।