সম্প্রতি কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবার নিয়ে করা প্রতিবেদনের বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন পাবনা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অংশ নিয়ে নোটিশপ্রাপ্ত ও বিলুপ্ত কমিটির নেতারা। বিক্ষোভে জেলা, সদর উপজেলা, পাবনা পৌরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে দলীয় কাযার্লয়ের সামনে সমাবেশ করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন- নব নির্বাচিত পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাষ্টার, চন্দন কুমার চক্রবর্তী, আবু ইশহাক শামীম, মোশারোফ হোসেন, আব্দুল হান্নান, সরদার মিঠু আহমেদ, সোহেল হাসান শাহীন, লিয়াকত তালুকদার, আজিজুর রহমান টিংকু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, জেলা শ্রমিক লীগ সভাপতি ফোরকান আলী, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, আনিসুজ্জামান দোলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, রফিকুল ইসলাম রুমন, আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন- আল জাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সাংবাদ প্রচার করছে যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করবে। জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন।
তারা আরও বলেন, জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না।
বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।