কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস (Della Miles)। কালেমা তাইয়্যেবা ও কালেমা শাহাদত পাঠ করে সম্প্রতি তিনি ইসলামগ্রহণ করেন। খবর al-khaleej অনলাইনের।
খবরে বলা হয়েছে, ডেলা মাইলস এর অফিশিয়াল ফেসবুক ও টুইটারে কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভিতরে হিজাব পড়ে ঘোরাফেরা করছেন।
জানা যায়, মার্কিন এই সংগীতশিল্পী কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলেন। এতেই তিনি ইসলাম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে যান। অবশেষে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলামগ্রহণ করেন।
ডেলা বলেন, ইসলাম ভালোবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মদ সাঃ সম্বন্ধে জ্ঞান অর্জন আমার নিকট খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়।
মার্কিন সঙ্গীতশিল্পী বলেন, আল্লাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।