গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত। ফলে বাংলাদেশে এই ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান।
খায়রুজ্জামানের বরাত দিয়ে বিবিসি বাংলা বলছে, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইটালি থেকে এসেছেন।
আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।
এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে। অবশ্য আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে তিনজন। কয়েকদিন পর আরও কয়েকজন আক্রান্ত হোন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে। অবশ্য আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।