আমাদের সামনে এখন নতুন সময়: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান বলেছেন, আমাদের সামনে এখন নতুন সময়। তাই আমাদের উচিত করমসংস্থান, উৎপাদন, বিনিয়োগ রপ্তানির ওপর আরো বেশি জোর দেয়া।

বুধবার রাজধানীর আঙ্কারায় তুর্কি ইউনিয়ন চেম্বার এবং কমোডিটি এক্সচেঞ্জের ( টিওবিবি) অর্থনীতি পরিষদের আলোচনা সভা এরদোয়ান বলেন, আমরা সবাই মিলে এই কঠিন সময় পার করব।

এরদোগান আরও বলেন, আর্থিক শৃঙ্খলা বজায় রেখে তার সমৃদ্ধি ও কর্মসংস্থান মুখী পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাব। এ সময় তিনি জোর দিয়ে বলেন মুদ্রাস্ফীতি এক অঙ্কের ঘরে নিয়ে আসা এখন তার সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র।

সূত্র: ডেইলি সাবাহ

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ