আতশবাজি ফোটাতে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জন্মক্ষণে রাত ৮টায় সারা দেশে একযোগে আতশবাজি প্রদর্শনী ও ফানুস উত্তোলন করা হয়েছে। এর অংশ হিসেবে আতশবাজি ফোটাতে গিয়ে রংপুর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  আগুন রংপুরে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে মার্কেটে ছড়িয়ে পড়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র- বাংলানিউজ

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ