নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর কাঁঠালবাগান এলাকার বিভিন্ন মসজিদে ঘুড়ি প্রতীকের প্রচারপত্র বিলি করেছে তার সমর্থকরা।
এছাড়া ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পোস্টার ছিঁড়ে নামিয়ে ফেলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ওই কাউন্সিলরের পোস্টার একই রশিতে সেঁটে ঝুলিয়ে দেয় তার অনুসারীরা।
শনিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শেষ হয় প্রচার-প্রচারণা। এই সময়ের পর প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন।