২৬ জুন রাত ৮টা ৫৩ মিনিট। পাবনা জেলা পুলিশের ‘পুলিশ সুপার পাবনা’ নামের ফেসবুক আইডিতে একটি ম্যাসেজ আসে করোনা আক্রান্ত একটি পরিবারের অসহায়ত্ব নিয়ে।
করোনায় ওই পরিবারের এক নারী মারা গেছেন এবং অন্যরাও করোনা আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় রয়েছেন।
পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ম্যাসেজ আপলোড হওয়ার পর রাতেই পাবনা পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি টিম ওই অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এবং অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
পাবনা পুলিশ সুপারের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মহলে ব্যাপক প্রশংসিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের এনব্যাংকমেন্ট রোডের (মেটে সড়ক) মো. সিরাজুল ইসলামের স্ত্রী ও পাবনার ডিসি অফিসের অফিস সহকারী আরজুয়ারা বেগম ইলা (৪৮) তিন দিন থেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় অসুস্থ ছিলেন।
শনিবার বিকাল ৩টার দিকে শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আরজুয়ারার লাশ এখনো বাড়িতেই আছে এবং তার ছোটমেয়েসহ পরিবারের সব সদস্য করোনা আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় রয়েছে। তাদের দেখার বা হাসপাতালে নেওয়ারও কেউ নেই।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তার অফিসিয়াল ফেসবুকে এ ম্যাসেজ দেখেই ওই ম্যাসেজদাতার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং সদর থানার ওসিকে দ্রুত ওই পরিবারের পাশে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।