শোবিজ অঙ্গন ছেড়ে গুজরাটের মুফতি আনাস সাইদকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সানা খান। এরপর এই দম্পতি মুসলিম সমাজের কাছে প্রশংসিত হয়েছে। তবে কেউ কেউ কটু কথা বলতেও পারছেনা এই দম্পতিকে। তারা ট্রল করছেন ছানা ও আনাসকে।
বিষয়টি নিয়ে বিপদে আছেন আনাস সাঈদ। তাকে একদিক থেকে প্রশ্ন করা হচ্ছে তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী সানাকে বিয়ে করলেন কেন? অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন? এতে স্বভাবতই বিরক্ত আনাস। তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের।
ভারতের এবিপি নিউজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নিজের ছবি শেয়ার করে আনাস সাঈদ ট্রল নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, কারও পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।