অত্যন্ত গোপনীয়তায় সেই ‘টেন্ডারকিং’ জিকে শামীমের জামিন, পাচ্ছেন মুক্তি

টেন্ডারকিং খ্যাত বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, মদ, অস্ত্র এবং দেহরক্ষীসহ গ্রেফতার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম অত্যান্ত গোপনীয়তায় জামিন পেয়েছেন। হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক দুই মামলায় তাকে ৬ মাসের জামিন দিয়েছেন।

সময় টিভি, চ্যানেল ২৪, একাত্তর ও যমুনা টেলিভিশনসহ শীর্ষ গণমাধ্যের খবরে বলা হয়েছে, অস্ত্র মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

জি কে শামীমের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খানের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, তিনি (ফজলুর) জামিনের বিষয়ে কিছুই জানেন না। আগামীকাল রবিবার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ