অতিরিক্ত মদ্যপানে পাবনায় প্রাণ গেল গৃহবধূর

পাবনার ঈশ্বরদী উপজেলাতে অতিরিক্ত মদ্যপানে এক গৃহবধূর মারা গছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃত্যু হয়।

মৃত গৃহবধু উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্বর এলাকার জুয়েল রানার স্ত্রী তানিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে স্বামীর বাড়ির ছাদে মঙ্গলবার (২৬ মে) রাতে স্বামীসহ পরিবারের দুই-তিন সদস্য মিলে মদপান করেন। এরপর মধ্যরাত থেকে গৃহবধূর তানিয়া অস্বস্তি বোধ করতে শুরু করলে, প্রথমে পল্লী চিকিৎসক কাছে প্রাথমিক চিকিৎসা নেন। বুধবার সকালের দিকে অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে আনেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে তাকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ সার্কেলের সহকারি উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, দেশে এখন মদ বিক্রির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, যে গৃহবধূ মারা গেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সে মদ্যপান করেছিলেন। অনেক সময় অতিরিক্ত মদ্যপান করার ফলে শরীরে বিষক্রিয়া হয়, এতে মানুষ মারা যায়। অতীতেও এমন বহু ঘটনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ওই ঘটনায় রাজশাহী থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ