প্রকাশ: ২৮ জানু, ২০১৯ | রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক
পাবনায় যুবলীগকর্মী অরিন হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারি) শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইটা সুমন (৪০) সাদ্দাম হোসেন (৩০) এবং আরমান আলী (৩১)।
গত মঙ্গলবার পাবনা জেলা আওয়ামী লীগ নেতা হাজী শরীফ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষে অরিন হোসেন নামের এক যুবলীগ কর্মি নিহত হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা হলে পুলিশ ঐ তিনকে গ্রেফতার করে।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।